হৈচৈ ছড়ায় অঞ্জন ভট্টাচার্য
by
·
Published
· Updated
অজ্ঞানতার ভূত
ভূতের খোকা খুকি মারছে উঁকিঝুঁকি
মন জানালার কাচে,
আমার খোকা খুকি খেলছে টুকিটুকি
ডাকছে তাদের কাছে।
শিউরে উঠে গা যে কাঁপছে দুটো পা যে
রকমসকম দেখে,
দরজা খোলা হাঠ শুকিয়ে গলা কাঠ
বলছি ওদের ডেকে –
ডাকিস না রে ঘরে এসেই যদি পড়ে
বুঝবি তখন ঠেলা,
ভূতের ছেলেমেয়ে তোদের কাছে পেয়ে
খেলবে মারণ খেলা!
বলল শুনে ওরা ভাবছ কচুপোড়া
মরছ ভয়েই শুধু,
ওরা তো নয় কায়া অজ্ঞানতার ছায়া
জ্ঞানের আলোয় ধুধু।