কাব্যানুশীলনে দেবারতি গুহ সামন্ত
by
·
Published
· Updated
মেঘলা মেঘলা মন
সকাল থেকেই আকাশের মুখটা কেমন ভার ভার,
ঘরেতে আর টিকছে না মন,হয়ে গেছে বেপাড়ায় ফেরার।
দমকা হাওয়ায় মাঝে মধ্যেই উড়ছে অবাধ্য চুল,
এরকম রোমান্টিক আবহাওয়ায় বৃষ্টিটা খেলছে ইমপর্টেন্ট রোল।
ভাবছিলাম বেড়োব একটু,মেরে আসব এক চক্কর,
ঝেঁপে নামল বৃষ্টি,দিতে মেঘলা আকাশকে টক্কর।
দেখেই তো আক্কেল গুড়ুম,বেড়ানো উঠল মাথায়,
উপায়ন্তর না পেয়ে কচিকাঁচাদের সাথে কাগজের নৌকা ভাসাই।
সোঁদা মাটির গন্ধে তখন গাছগাছালি করছে স্নান,
ফেরারী মনটা কি আর করে,শুধুই করছে উসখুস, আনচান।
ঘরের সামনে এক হাটু জল,ওদিকে উপাদেয় খাবারের গন্ধ আসছে ভেসে,
আহা,মেঘলা দিনের মজা নেব খুব হেসে হেসে।
জমিয়ে খাব খিচুড়ি আর সাথে ডিমভাজা,পাপড়ভাজা,
আধশুকনো কাপড় জামায় ঝোড়ো হিমেল হাওয়া দিচ্ছে বেজায় সাজা।
এখন তো আর রেইনি ডের কোন ব্যাপার নেই,রোজ দিনই সমান,
তবু মেঘলা দিনে হয়ে পড়ি নস্টালজিক,মেঘলা দিনে সবার সাথে করি ফান।