মার্গে অনন্য সম্মান দেবাশিস সেনগুপ্ত (সর্বোত্তম)
by
·
Published
· Updated
অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৪৯
বিষয় – কাঁচের ঘর / নৌকাডুবি
বন্ধন সূত্র
জীব জগতের আবর্তনের
ধারক বাহক যারা,
নারী পুরুষ দুইটি নামে
পরিচিত তারা।
একটি ভিন্ন জীবন ধারা
থাকবে না আর ভবে,
প্রাণ হীন এ বিশ্ব খানা
শুধুই পড়ে রবে।
মাঝি ছাড়া নৌকো যেমন
দিশা বিহীন চলে,
নারী বিহীন মূল্যহীন তো
পুরুষ ধরা তলে।
জীবন ঘুড়ির পুরষ লাটাই
বন্ধন সূত্র নারী,
সেই নারীকে পৃথক ভাবলে
দামটা দেবে ভারী।
পুরুষ পাশে থাকলে নারী
সংসার সুখে চলে।
সমাজ মানে সমান,তাইতো
পরিপূরক বলে।