দিব্যি কাব্যিতে অমল চ্যাটার্জী
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
স্মৃতিতে স্মৃতিতে এখনও ভালোবাসি
নিবিড় আন্তরিকতায় চেনা মুখে যতটুকু চেনায়
থাকেনা আড়াল, অনুভূতির নিখুঁত রঙে
ঠিক ততটাই চিনেছি তোমায়। আশা ভরসার
চার প্রহর জুড়ে তোমার অপেক্ষায় থাকা…
অসংখ্য স্বপ্নের নৈবেদ্যে প্রীতিবোধের উষ্ণ
ছায়াতলে ভালোবাসাকে আমি চেয়েছিলাম,
অন্তহীন ভালোবাসার স্নিগ্ধ সান্নিধ্যের কামিনীগন্ধা
ঘ্রাণে ভালোবাসাকে আমি চেয়েছিলাম,
দুবাহু বন্ধনে উন্মত্ত মাদকতার তপ্ত প্রশ্বাসে
ভালোবাসাকে আমি চেয়েছিলাম।
বিনিময়ে তোমার ঔদ্ধত্যপূর্ণ এক ঝোড়ো
নিঃশ্বাসের উৎসর্গ সাক্ষী থাকল ভালোবাসার
স্বপ্নসুখ।তীব্র আঘাতে বদলে গেল জীবনের জ্যামিতি,
প্রতীক্ষিত প্রতীক্ষার তানপুরা গুঁড়িয়ে দিল উত্তাল
প্রলয়লীলা। অ-সুখ মনের হাড়-পাঁজরা ঢাকার
নীরব আয়োজনে প্রহর কাটে দীর্ঘশ্বাসের দীর্ঘপথ।
ভাবীকালের নাভিমূল জুড়ে অসমাপ্ত গল্প খোঁজে
নিজেকে খোঁজার গোপন রসদ। ভালোবেসে
বিরহের যন্ত্রণাময় গর্ভে প্রবেশের লড়াইটা একান্তই
আমার, তবুও সম্পর্কহীন সম্পর্কের অতিথিশালায়
আদিম পোকার ডাকে আজও হাতছানি দেয়
প্রণয়কাতর প্রতীক্ষা, তুমি আসবে বলে
স্মৃতিতে স্মৃতিতে এখনও ভালোবাসি তোমায়।।