মিলখা সিং এর মৃত্যু, এক না হারতে শেখার মানুষের মৃত্যু। ওনার জীবন অবশ্যই অনেক হতাশকে জীবনে ফেরার প্রেরণা জোগায়। ওনার আত্মার শান্তি কামনা করি।
বেশ টালমাটাল সময় দাঁড়িয়ে এই লেখা। দান এবং ত্রান সত্বেও দুরাবস্থার সুরাহা নেই। কর্মহীনতা বেড়ে গেছে অনেক। ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা যদি না করা হয় তবে বিপদ বাড়বেই। করোনা পরবর্তি জীবনটা অনেকটাই আলাদা হবে। এই পাল্টানোর রেশ ধরে রেখেই এগোতে হবে আমাদের। সাহস হারাবো না আমরা। এই অঙ্গিকারটুকু করি নিজেদের কাছে আজ।