হৈচৈ ছড়ায় অঞ্জন ভট্টাচার্য
by
·
Published
· Updated
দিনের দিন টাটকা নয়, দিন শেষের কথা বাসি করে পরেরদিন
জামাইষষ্ঠী ও হাঁড়ির হাল
আজ জামাই বাবার ছুটি
জামাই ভালোই মোটামুটি,
জামাই মাসমাইনে পায়
জামাই শ্বশুরবাড়ি যায়।
শ্বশুর আনবে কচি পাঠা
সাথে মিষ্টি দইয়ের মাঠা,
শ্বশুর নেহাৎ নিরুপায়!
সে যে দিন আনে দিন খায়।
জামাই এলো শ্বশুরবাড়ি
চড়ে অনেক ভাড়ার গাড়ি
হাতে ঝুলিয়ে কাঁঠাল আম,
শাড়ি ধুতির ভীষণ দাম!
খুব জমিয়ে হলো খাওয়া
সাথে হাত-পাখা তে হাওয়া,
শ্বাশুড়ি বাত ব্যথা তে কাবু
শ্বাশুড়ি লুকিয়ে খেল সাবু।
জামাই ফিরছে বেলা শেষে
শ্বশুর মরবে বুঝি কেশে!
শ্বাশুড়ি বলে – আবার এসো
আমার মেয়েকে ভালোবেসো।
ফিরে যাবার বেলায় মেয়ে
জল ঝরলো দুচোখ বেয়ে,
মেয়ে শোনালো হাঁড়ির হাল
বরের চাকরি গ্যাছে কাল!!