সাতে পাঁচে কবিতায় মৃত্যুঞ্জয় হালদার
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
ভাবছি বসে
বোশেখ নাকি বর্ষাকাল
ভাবছি বসে এ হালচাল
ঠিক দুপুরে আকাশ জুড়ে
একটু দূরে মেঘমুকুরে।
মেঘময়ূরী নাচছে মন
মেঘে মেঘে চলছে রণ
চমকানি আর ধমকানি
গরম হলো কম জানি।
স্বস্তি সুখে ভিজছে সব
জীবজগতে যে কলরব
চলছে ভিতর বাহির
শান্তিটা হোক জাহির।
কত দিনের কত মেঘ
বেড়েই চলে বৃষ্টি বেগ
জল থৈ থৈ মাঠ
আমার পুকুর ঘাট।
ডুবল আমার চারপাশ
করবো আমি কোথায় বাস
ঢুকলে ঘরে জল
ভাঙবে মনোবল।
বর্ষাকালের মত আকাশ
জলভরা মেঘ করে হাঁসফাঁস
ঝরছে অনর্গল
মনের সুখে কইছে কথা
মিষ্টি সুশীতল।