কাব্যানুশীলনে রেজুয়ান সরদার
by
·
Published
· Updated
হিরণ্যমনা
হিরণ্যমনা আঁখিতে যে জগৎ দেখি,
উষ্ণ বালুচর মাঝে মরীচিকা নয়;
এ যে প্রাণবন্ত মরুদ্যান, সদা হাস্যময়।
মায়াবী আলোয় মূখরিত আঁধার,
কুঞ্চিত কেশে হাজার তারার ঝলক
যেন মুক্তা-হারে সাজিছে ধরনী,
মাঝি-হীন খেয়া বায় চাঁদের তরণী।
প্রেয়সীর পানে চোখে চেয়ে
আমি গেয়ে যাই বসন্তের গীত,
কোকিলের কুহুতানের সুরে,
শ্রাবণের অঝোর বৃষ্টির মাঝে
পেখম-ঝুঁটি ময়ূরের নাচ আর
গোধূলির আলোকানন্দা সন্ধ্যা।
তব ওষ্ঠে উদ্বেলিত রণ-ডঙ্কার বাজে,
হেমন্তের শিশিরে ভেজা ঘাস;
উত্তাল মনের বিধ্বংসী ঢেউ লাগে,
জাগে মনে, জাগে প্রাণে প্রত্যাবর্তনের ধার;
কুন্ঠিত মন, আজ আবার উদার,
সঞ্চারিত মনে নব প্রেমের আভাস।