সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৪৮
বিষয় – নজরুল শ্রদ্ধাঞ্জলি / শেষ চিঠি / রম্য রচনা
মৃত্যুঞ্জয়ী নজরুল স্মরণে
হে মৃত্যুঞ্জয়ী বিদ্রোহী কবি নজরুল সাহিত্যের বুলবুল
বিনম্র শ্রদ্ধায় স্মরণ করি আজ তোমায় সগৌরবে,
বিশ্বকবির পরে তুমিই এক বিরল প্রতিভায় মৌলিক
আজও বিদ্রোহী সত্ত্বার সর্বাধিক সমালোচনা মহাকলরবে।
আশৈশব দারিদ্র্যের নিষ্পেষণে নিষ্পেষিত দুখু মিয়া
কভু রুটির দোকানে কভু বাবুর্চিগিরি বা লেটো দলে,
গানের জলসা বিপ্লবের মিছিল সৈনিকের কাজে বহুব্যপ্ত দুঃখের জীবনে ভেসেছো রক্তিম আঁখি জলে।
তুমি আপোষহীন সংগ্রামী বিপ্লব তোমার ধমনীতে
ব্রিটিশ শাসকের অন্যায় অসাম্যের বিরুদ্ধে ক্ষিপ্ত মন,
বজ্রনিনাদে বিদ্রোহী তুমি শোষিত মানুষের কবি নজরুল
গভীর মানবপ্রেমে মানবতাবাদীর কলমে রক্তলিখন।
দীপ্ত কণ্ঠে উচ্চারিত মানুষের চেয়ে নহে কিছু মহীয়ান
ধর্ম-জাতি অভেদে অসাম্প্রদায়িক কবি সাম্যবাদী,
সামন্ততান্ত্রিক সমাজে অসংগতির ভণ্ড মুখোশ খুলে
জমিদার বিত্তভোগী ভূমিজীবিদের বিরুদ্ধে প্রতিবাদী।
সূর্যসম শাশ্বত তোমার সহজাত কবিত্ব জ্যোতি
নয় শুধু বিদ্রোহী, তুমি সৌন্দর্য প্রেমের কবি,
সিন্ধু হিল্লোল দোলনচাঁপা চক্রবাক এ প্রেমাবেগে
রামধনু রঙে রঞ্জিত হৃদয়ে প্রেমিকার ছবি।
তারুণ্যের পূজারী কবি তুমি সুফি সাধক মহাজন’
গান কবিতার একদিকে দাদু দয়াল কবীরের সুফি সাধন
অন্যদিকে রামদাস মীরা নানক রবিদাস বাবালাল
বৈষ্ণবরস সাধনায় মাতৃকাশক্তিতে আত্মনিবেদন।
উপনিষদীয় ভাবনায় করেছো নিজ আত্মায় পরমাত্মা দর্শন
কখনো জড়-জীবেও তোমার সেই পরমাত্মার সন্ধান,
তোমার গতিবাদ মিলেছে বিশ্বকবির গতিবাদে
শ্রমজীবী কৃষিজীবী মানুষের জীবনাবেগে তারি জয়গান।
ভক্তিগীতিতে তুমি বাংলা গীতি-সাহিত্যের শ্রেষ্ঠ গীতিকার
অন্তরের অর্ঘ্য সাজিয়ে আত্মনিবেদন পরমাত্মায়
আগমনী গান যেন নিখাদ বাৎসল্য রসে ভরপুর
কভু মা,কন্যা কভু সর্বদুঃখনাশিনীর রূপাঙ্কন শ্যামায়।
বাইশ বছরের কবিজীবনে কত না সৃষ্টি তোমার! উপন্যাস গল্প নাটক নাটিকা প্রবন্ধ লিখেও হওনি ক্ষান্ত
পত্রিকার সম্পাদনা, প্রথম বাংলা গজল আর অজস্র গান
নিরন্নের কান্নার তীব্র বেদনায় নির্বাক শেষে হলে শান্ত।