তোমার চোখে চোখ রেখে
অনুভব করি মহাপ্লাবনের উথালপাথাল
তোমার বুকে আমার মুখ
সে তো রক্তের ভেতরে
অজস্র বনেদি বাড়ির ধ্বংস স্তূপ
ধূ ধূ মাঠ রক্তহীন শয্যখেত
বৃষ্টিহীন মরুভূমির হলুদ বিযন্নতা
উত্তাল ঢেউয়ের মতো ঝাপটা মারে বুকের কোঠরে।
যখন আমার মুঠো থেকে খসে পড়ে
তোমার মেহেন্দি মাখা কারুকার্যময় হাত
আমি কিশোর বালকের মতো শূন্যে চেয়ে থাকি।