কর্ণফুলির গল্প বলায় রবীন জাকারিয়া
by
·
Published
· Updated
গল্প – ৫
আগে ফসল কুড়াতে কত গর্ত খুড়েছি, এখানে-সেখানে হাজারো গর্ত ৷ ফসল নাকি ইঁদুরের সক্ষমতা ৷ কিসের অভাবে এখন ততটা গর্ত পাই না ৷
গল্প – ৬
রেবা সর্বদা বলতো “তোমাকে ছাড়া বাঁচবো না”৷ নিজে ইচ্ছায় ওর বিয়ের দশ বছর হলো, আচ্ছা ও কি এখনো বেঁচে আছে?
গল্প – ৭
দু’জনে চাকরি করতো একত্রে ৷ ঢাকায় সেটেল্ড হওয়ার কথা বলায় ভাঙলো সংসার ৷ জয়িতা নতুন সংসারে আর ফাও খেয়ে ইনজয় করছে জয়৷
গল্প – ৮
গাড়িটা জয়িতা’র, চালাচ্ছে জয় ৷ ফার্স্টহ্যান্ড গাড়ি, দক্ষ চালক ও পিচ্ছিল পথ তবুও ঝাকি দিচ্ছে বারংবার ৷ দু’জনের পুলকিত শব্দই হলো wow.