কাব্যানুশীলনে প্রদীপ গুপ্ত
by
·
Published
· Updated
জন্মবৃত্ত
একটা বিন্দু,
হাত ধরে নিলো আরেকটা বিন্দুর
সে অন্য একটার।
নতুন হাত ধরতে ধরতে ছুটতে লাগলো ওরা
ক্রমশ জন্ম নিচ্ছে একটা রেখার।
রাস্তায় বাধা না পেলে সরলরৈখিক
বাধা পেলে,
কখনও এড়িয়ে, কখনও টপকে, কখনও সরিয়ে
বক্ররৈখিক।
ইচ্ছে হলে সবাই মিলে একটা বৃত্তও তৈরি করতে পারে
নইলে ইচ্ছামৃত্যু ঘটিয়ে ধ্বংস করে দিতে পারে পথচলা।
তবে বিন্দুরা
ক্রমশ ক্রমশ ক্রমশ
তৈরিই হতে থাকবে।
আর তৈরি হতে থাকবে পথ
নানান মতের।
জীবানু যুদ্ধেই শেষ নয়
সৃষ্টি হচ্ছে পারমাণবিক যুদ্ধের সম্ভাবনা।
তবুও বিন্দুদের জন্ম নেওয়া
রুখতে পারবে না কেউ।