মার্গে অনন্য সম্মান সুমিতা চৌধুরী (সেরা)
by
·
Published
· Updated
অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৪৭
বিষয় – জৈষ্ঠ্যর দাবদাহ / পাহাড়ি ঝর্ণা
গ্রীষ্মকাল
তপ্ত প্রহর তীব্র দহনে বিদগ্ধ,
তরুদল ম্লান মুহ্যমান,
বাতাস বহ্নিশিখা সম,
গ্রীষ্ম এসেছে দ্বারে, রোদের সাজে সদর্পে বলীয়ান।
ধরার সকল রস শুকায়েছে হায়,
তৃষ্ণায় কাতর ফুটিফাটা মাঠ-প্রান্তর,
চাতক সকাতরে বারি যেচে ফেরে,
মিথ্যে শ্রাবণ খোঁজে চাষীর অন্তর।
একলা পথিক ছায়া খুঁজে ফেরে,
পথ যে অনেক বাকী,
জীবন রস সবটুকু শুষে নিতে চায়,
ক্লান্তির ভার দিয়ে, সূর্যদেব একাকী।
অবসাদে শ্রান্ত বিষণ্ণ দুপুর,
খোঁজে একটু শীতল পরশ,
সহসা মেঘেদের প্রাচীর ঘিরে ধরে,
রুদ্র তাণ্ডবে শোনা যায় কালবৈশাখীর অট্টহাস।
ধূলি ধূসর পথঘাট,
নির্জলা নদী-নালা,
বিষণ্ণ বিধূর সাজে গুমড়ে মরে,
একাকী প্রকৃতি সারাবেলা।
দিনের খরতাপ লেগেছে রাতের গায়ে,
নিশ্চুপ বিনিদ্র রাত কেবলই তারা খসায়,
বিলোয় না সে আপন সুধা মাধুরী,
গ্রীষ্মকাল সম্মুখে তার অতন্দ্র প্রহরায়।।