গত পর্বেই বলেছিলাম ঘরোয়া কিছু টিপস নিয়ে আজও উপস্থিত থাকবো একটা নতুন পর্বে যাতে আরও সুন্দরী হয়ে উঠতে পারো তোমরা।
১.কলা। কাঁঠালি কলা আমরা প্রায় প্রত্যেকেই খাই। এর মধ্যে কিছু কলা নরমও হয়ে যায় যেগুলো নষ্ট হয়। দুটো কলা নিয়ে মিক্সিতে দিয়ে বেঁটে নাও ও এবার এটা পুরো মুখে মেখে নাও কাদা কাদা করে। শোকানো পর্যন্ত অপেক্ষা করো তারপর হালকা হাতে রাব্ করে পরিস্কার জলে মুখ ধুয়ে নায়।
ত্বক হবে উজ্জ্বল ও আকর্ষণীয়।
২.চটকানো কলার সাথে মিশিয়ে নাও কিছুটা চালের গুঁড়ো। সারামুখে স্ক্রাব করে ধুয়ে নিও জলে। পছন্দসই টোনার ও ময়স্চারাইজ করতে ভুলোনা কিন্তু।
৩. চোখের নীচের কালি তৎক্ষনাৎ দূর করতে দুটো স্টিলের চামচ ডিপফ্রিজে রেখে দাও ১০ মিনিট। এবার বের করে চোখের উপর চাপিয়ে রাখো যতক্ষণ না চামচ স্বাভাবিক উষ্ণতাতে আসছে। এবার দ্যখো ম্যজিক। চোখের কালি দূরে চলে গেছে।
৪. বরফ একটা ভীষণ কাজের জিনিস। সপ্তাহে দু থেকে তিন দিন একটা পরিস্কার পাতলা কাপড়ে দু-তিন টুকরো রবফ নিয়ে ম্যাসাজ করো সারা মুখে ১০/১২ মিনিট। বরফ রক্ত সঞ্চালন বাড়াও ও ত্বক উজ্জ্বল করে।
৫.সারাদিনের ক্লান্তি দূর করতে এক গামলা হালকা গরম জলে একটু ভিনিগার, একটু নুন ও একটু শ্যাম্পু গুলে পা ডুবিয়ে রাখো ৩৫/৪০ মিনিট। জলের রং বদল হলে একটা লুফার সাহায্যে পা ঘসে নিয়ে শুকিয়ে নাও। এবার ময়স্চারাইজার লাগাও।
ক্লান্তি দূরের সাথে সাথে পা ও ঝকঝকে হবে।