ভালবাসা, সে তো ছিল মনের গহনে-
তা বেশ ছিল সংগোপনে।
এক ফাগুন দিনে তুমি ছিনিয়ে নিলে,
কি বা মূল্য তোমার হীরকহৃদয়ে
তাই রাখলে না নিজের কাছে-
উড়িয়ে দিলে আকাশের দিকে-
ছড়িয়ে দিলে বাতাসে।
যেন আজ আমার হাজার টুকরো
ভাসতে থাকে ইথার তরঙ্গে।
আমি তৃপ্তির স্বাদে অমর হই
পাখির মতো স্বপ্নবিলাসী হই,
ভালবাসা হয়ে ভেসে ভেসে যাই।