কবিতায় বলরুমে কুণাল রায়
by
·
Published
· Updated
তুমি আবার ফিরে এলে!
দুর্যোগের পূর্বাভাস,
কম্পিত করে এই কায়া,
অধরা আজ ছায়া,
ফুঁসচে সমুদ্র,
বইবে ঝোড়ো হওয়া,
তোলপাড় হবে বঙ্গ আবার,
অস্তিত্ব হবে খন্ড বিখন্ড!
প্রকৃতির তান্ডব,
হয়ে উঠছে অবশ্যম্ভাবী,
সেই মে,
করোনার বিভীষিকা,
লকডাউনের অভিশাপ,
তারই মাঝে তোমার অভিশপ্ত চেহারা,
দর্শন দেবে আরও একবার!
কেন ফিরে এলে আবার?
আমফানের উত্তরসূরি হয়,
তৃপ্ত হয়নি তোমার রোষানল!
ধ্বংসের এই অনন্য প্রকাশ-
ডেকে আনবে দুর্ভাগ্যের ছায়া,
ডেকে আনবে সংকট,
ডেকে আনবে অপরিসীম ক্ষতি-
তবুও ক্ষমা আজ অপরিচিত শব্দ,
এই সমাজের বুকে,
এই মনুষ্যকুলের মাঝে,
এই প্রকৃতির কোলে!