গল্পবাজে আকাশ কর্মকার

অসম্পূর্ণ বৃত্ত
হাতের রেখার মতন চেনা শহর, কৈশোর থেকে পরিণত মানুষ করে তোলার শহর তুমি। আনন্দ-উচ্ছ্বাস-হাসি-কান্নার হিসেব জানে আমার শহর। যতবার হোঁচট খেয়েছি ততবার তুমি হাত বাড়িয়ে দিয়েছ। ভালোবাসতে শিখিয়েছ, শিখিয়েছ ভালো রাখতে। অনেকদিন পর তোমার কোলে মাথা রাখতে এলাম আবার, যেমনটা এসেছিলাম কৈশোরের গোড়াপত্তনে – অগোছালো, ছন্নছাড়া। এর মাঝে গঙ্গা দিয়ে বয়ে কত জল যা শুধু ভিজিয়েছে আমার শহরকে, তিলোত্তমা তবুও তুমি কখনো তার আবদার উপেক্ষা করো নি। সেই শহরেই আজ রাতে তুমি আমি কাছাকাছি। হ্যাঁ এই তো ঢিল ছোঁড়া দূরত্বেই শুয়ে আছি দুজনেই, বিছানা দুটো আলাদা, আলাদা দুটো ঘর, সবকিছুই তো আলাদা হয়ে গেছে, আমরা কি পেরেছি আলাদা হতে?
জানো রঞ্জনা, গতবছর এই সময় আমি তোমার হাত ধরে পলাশ দেখতে বেরিয়েছিলাম। তুমি বলেছিলে, পলাশ রুক্ষ শুষ্ক ঋতুতেও রক্তিম ভালোবাসার বীজ বপন করে স্নিগ্ধ হৃদয়ের অন্তরে। এনগেজমেন্টের পরে সরস্বতী পুজোর সকালে তোমার হাত ধরে পুজো পরিক্রমা, স্কুল-কলেজের বন্ধু বান্ধবদের সাথে জমজমাট আড্ডার আসর–সেখানেও সকলের চর্চায় ছিল তোমার আমার ভালবাসা, সম্পর্ক। বছর ঘুরতে না ঘুরতেই স্রোতের গতিপথ পরিবর্তন। কার ভুলে এরকম হল তার হিসেব কষতে আজ আর মন নেই; বিচ্ছেদেই যেখানে পরিসমাপ্তি সেখানে কি ঠিক আর কি ভুল! কোথাও একটা পড়েছিলাম কখনো, “প্রেম শুধু কাছেই টানে না – ইহা দূরেও ঠেলিয়া ফেলে।” কথাটা এখন রন্ধ্রে রন্ধ্রে উপলব্ধি করছি। বেঁচে থাকার দায় নিয়ে আজ থেকে এগিয়ে চলা। “আপস করে চলা যায় না” – কথাটা তুমিই বলেছিলে অথচ আমাকে প্রতিটা মুহূর্তে নিজের সাথেই তোমাকে মনে না করার আপস নিয়ে বাঁচতে হচ্ছে। মানুষ নাকি মরে গেলে পচে যায় আর বেঁচে থেকে বদলে যায়; এই যেমনটা তুমি আমি। একবছর আগের কাগুজে স্বামী – স্ত্রী থেকে আজ আগন্তুক।
মনখারাপ লাগছে? যন্ত্রণা হচ্ছে? অসাড় চোখের তারার আঙিনায় ভিড় করছে ল্যামিনেটেড মেমোরি, ভালোলাগার কয়েকটা রেখে বাকিগুলো আজ ডিলিট করে দেব, এমনকি রিসাইকেল বিনেও রাখব না – আমি প্রেমে বিদ্রোহ চাইনি, বিদ্রোহী প্রেম চেয়েছিলাম। তরল পানীয় আমার শরীরকে আসক্তির পথে এগিয়ে নিয়ে চলেছে আজকের রাতের জন্যে। কিন্তু এ কি মাত্র এক রাতের কাহিনী!
শেষবার ময়দানে যখন তোমার কোলে মাথা রেখেছিলাম আর তুমি আলতো হাতে বিনি কেটে দিচ্ছিলে আমরা সেখানে ষাটোর্ধ্ব দাদু দিদা হওয়ার শপথবাক্য পাঠ করেছিলাম। সিগারেট ছিল নাকি তোমার সতীন, বলেছিলে এই ঠোঁটে শুধু আমার অধিকার। আজ দেখো সিগারেট, বোতল, গ্লাস সবার সাথে আমার অবৈধ নিশিযাপন; বৈধতা নির্বাসিত!