সাতে পাঁচে কবিতায় অনিন্দিতা ভট্টাচার্য্য
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
শ্রাবণ বর্ষণে তুমি…
বৃষ্টি যতবার তুমি এসেছো
রচনা করে গেছো একের পর এক প্রেমের উপন্যাস,
বৃষ্টি যতবার তুমি গড়েছো
বুঝিয়েছ কতটা গভীর হয় সম্পর্কের রসায়ন,
বৃষ্টি যতবার তুমি ভেঙেছ
দেখিয়েছ কত তীব্র যন্ত্রনা হয় বাহু বন্ধন আলগা হওয়ার,
বৃষ্টি যতবার তুমি প্লাবিত করেছো
সিক্ত করেছো প্রত্যেকটা সৃষ্টি,
তারপরেও বৃষ্টি আমি তোমাকেই চাই
বারেবারে…. প্রতি ক্ষণে,
আমরা প্রতিটা রোমকূপে
কখনো বা জানলার আবছা কাঁচে,
ভীষণ মন খারাপের দিনে
তুমি এসো বারেবারে,
ফায়ার প্লেসের আগুনের গনগনে আচের মতোই
উষ্ণ আবেশে কিংবা আমার আছন্নতায়,
জড়িয়ে রেখো
প্রতিটা আলোকিত জোছনায়।