আমরা সবাই খুব ব্রেলের ভক্ত,
আজ নয়, অনেকদিন আগে থেকেই।
কোনো একটা ঘটনার পর
চোখ রাখুন,
রাখলেই বুঝতে পারবেন
ঠিক বলছি কি না!
আমরা খুব ব্রেল ভক্ত,
নির্মম ভাবে দ্রুত শূন্য করে দেওয়া
প্রকৃতির দিকে তাকিয়ে দেখুন,
আমি ঠিক বলছি কি না!
বাতাসে বারুদের বিষবাষ্প,
জলে ভেসে চলা লাশের বহর,
মানুষের ন্যূনতম চাহিদা নিয়েও
কালোবাজারির রমরমা বাজার।
এতো লেখাপড়া,এতো জ্ঞান
তবুও মানুষরা এতো ব্রেলের ভক্ত
কেনো?