১| তুমিও ভালোবেসে ছিলে
জীবন চক্রান্তে,
ফিরে দেখার সময় নেই।
আপেক্ষিক আলোর দিকে,
হাত বাড়িয়েছি;
চিরন্তন সত্যের মুখ ঢেকে।
আবছা, অগোছালো সময়গুলো,
অগোচরে পেরিয়ে যায় মরীচিকা!
তেষ্টা জাগে ব্যাকুল ভাবে
যদি ভাষা খুঁজে পাই,
ব্যাখ্যা দিতে, এ জীবনের!
আক্ষেপ কিছু নেই পিছু ফেরার,
রঙিন স্মৃতিগুলো
মোড়া থাক সাদাকালো খামে;
রাত পেরিয়ে ভোর হবে শিগগির,
রক্তিম ঊষায় আলোকিত হবে
রক্তাক্ত অতীত গুলো।
পেরিয়ে যাবে এ জীবন
শত যোজন, আঁকাবাঁকা পথে;
অলিগলিতে জড়িয়ে থাকবে
মুহূর্তের রঙিন স্মৃতি,
পুরোনো বাড়ির দেয়ালে
রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা,
নির্বাক অর্বাচীন গাছে,
যেখানে দাঁড়িয়ে,
হাত রেখেছিলে
প্রেয়সীর হাতে।
শুধু স্মৃতিগুলো রয়ে যাবে
সময়ের ফাইলের নীচে;
ধুলো ঝেড়ে দেখো
তুমিও ভালোবেসেছিলে।
২| অধুরা
অচেনা বেশে চেনা মানুষ
পথের ধারে, খেজুর তলে
প্রতীক্ষারত নবজন্মের
নবতরে, নব কলেবরে
নতুন সূর্যের ছটায়
বিমর্ষ, বিতর্কিত চারাগাছ
পা ছুঁইয়েছে মাটিতে।