কাব্যক্রমে রূপম দেব
by
·
Published
· Updated
১| নিঃশঙ্ক পাঁজরে
দ্যাখতে চাও ?
কী তুমুল তোলপাড়
বুকের ভিতর !
গোপন সুনামী
অহর্নিশ আগুন রঙা ছাই ;
পোড়া ক্ষত !
তবে খনন
করো ! নির্দ্বিধায় ! নিমগ্ন
শানিত শাবলে !
শর্তহীন
গভীরতায় ! মহেঞ্জোদারো !
নিঃশঙ্ক পাঁজরে !
২| বরফ কঠিন মৌনতা
তোমার বরফ
কঠিন মৌনতায় অনন্ত
দহন; বৈরী বিষাদ ! পুড়ে যাই !
আকাশ জুড়ে
ছাই রঙা মেঘ, বিষন্ন
বিকেল কাজল আঁকা; শুধু ডেকে যায় !
রূদ্ধশ্বাস অপেক্ষা
বুকে নিরাভরণ শূন্যতা ; জলঘুম
চোখে স্মৃতিঘোর ক্যানভাস ; নিঝুম সন্তরণ !