নেই কোন ভেদাভেদ মানবে মানবে সবাই এক
কাতারে নামাজ আদায়ে দাঁড়ায় ভাতৃত্বের বন্ধনে,
মুসলিম উম্মার অত্যাবশ্যকীয় যাকাত-ফিতরা
আদায়ে অভাবী অনাথে পায় সুখময় ঈদের বার্তা।
জীবনের পরিবৃত্ত সময়ে এরকম ঈদের আগমন
ঘটবে কখনো ভাবি নি জীবন দশার চিত্রলেখায়,
সমগ্র বিশ্ব কষ্টের ক্রান্তিকাল করছে অতিক্রম
করোনা মহামারীর আতঙ্কময় দুর্বিষহ পরিক্রমায়।
আসন্ন ঈদের পুণ্য-পবিত্রতায় নির্বাসিত হোক
মৃত্যু আতঙ্কিত ভয়াবহ বিপদ সংকুলান অধ্যায়,
ঈদের মহামিলনের আনন্দ করবো আমরা হোম
কোয়ারেন্টাইনে উদযাপিত উদ্দীপনাকে নিভৃত করে।