কবিতায় দেবদাস কুন্ডু
by
·
Published
· Updated
একদিন
মাঝে মাঝে মনে হয়
তুমি বিদর্ভ নগরীর রাজকন্যা
তোমার সুডৌল হাতের
সুগন্ধী করতল ছুঁয়ে
প্রার্থনা করি একটি স্বর্ন চুম্বন
কখনো কখনো মনে হয়
ভাসিয়ে দেই নিজের অস্তি মাংস মজ্জা
তীরে অপেক্ষা করি
কখন নশ্বর বুদ্ধদেব কথা বলে।
এক এক দিন মনে হয়
এই তো বেশ আছি
হৃদয়ের তমসাচ্ছন্ন কুঠিরে
কেউ তো কাঁদছে না।
পরদিন প্রভাতে মনে হয়
উল্টেপাল্টে দেখা হলো না তো জীবন
কতটা পাপ কতটা পবিত্রতা
বইছে আমার রক্ত ধারায়
মাঝে মাঝে অর্থ হীন হয়ে ওঠে
এই বেঁচে থাকা
চাঁদকে ডেকে বলি
আমাকে দাও একটু আলো
পৃথিবীকে বলি
দাও এক মহাকাশ।