কবিতায় বলরুমে ইলা চক্রবর্তী
by
·
Published
· Updated
আরো এক নতুন পৃথিবী
হঠাৎ পৃথিবী সুস্থ হলে,
আবার গড়বে মুঠো মুঠো স্বপ্ন চোখে নিয়ে।
হাজার হজার আলোর বাতি জ্বলে উঠবে ।তোমার আমার হৃদয়ে।
প্রাণ ভরে নেবো নিঃশ্বাস,
ভালোবাসার সাত রঙ্গা রঙে –
রাঙাবে আবিরে আবিরে।
সেদিন প্রদীপ জ্বালিয় তুমি রক্তিম আলোকে!
নতুন ভোরের আলোয় পৃথিবী দেখবে নতুন সূর্যকে!
বনানী সাজবে সবুজে সবুজে,,,,
আবার পাখিরা গান গাইবে,,
যে জন গেছে চলে চোখের জলে দিয়েছি বিদায় তাঁরে।
জন্ম জন্ম অবধি থেকে যাবে তাঁরা হৃদয়ের অলিন্দে।
জানি একদিন পৃথিবী সুস্থ হবেই হবে!!