কবিতায় বলরুমে মধুমিতা চক্রবর্তী

প্রেম ও বিরহ
১।
প্রতিবার স্নান সেরে তটে উঠে টানটান
শুয়ে থাকে
সমুদ্র
বেতের মত ছিপছিপে শরীর
আমি ওর ভেজা বুকে ঠোঁট রাখি।
নখরদন্ত গুটিয়ে রেখেছে স্নেহে
ঢেউগুলো আলতো হয়ে আছড়ে পড়ে আমার দেহে
যতদিন
ঢেউগুলো আলতো হয়ে আছড়ে পড়ে আমার দেহে…..
২।
নৈঃশব্দ্যের ধার তোমার
খান খান করে দেয় এই জরাগ্রস্ত কোলাহল
দুপাশে বুক টান করে শুয়ে আছে উদার উপত্যকারা
প্রলোভন খানাখন্দ
ডিঙোতে ডিঙোতে
তবু তোমাকেই যে গন্তব্য মনে হয়
সমুদ্র…..