বিপিন পাড়ার যুবক। ছিপ নিয়ে বসে থাকে দুপুরে, জেলেবৌকে দেখার লোভে। সুন্দরী ভোলে না, এই বসন্তমায়া । বর্ষা, শীত বা গ্রীষ্ম দুজনের ‘বসন্তমায়া’ কেড়ে নিতে পারে না।
আদরে ডাগর দুপুর জলে নেমেছে। জেলেবৌ কাপড় ঝেড়ে জলে ধুয়ে নিলো কাদা ।তারপর দুজনেই ডুবলো আকন্ঠ শীতল জলীয় আবরণে। একটা পানকৌড়ি ডুবে ডুবে জল খাওয়ার কৌশল শেখায় দুজন কে। সাহসি সুখে ছিপ ডাঙায় তুলে বিপিন দেখে একটা রুই গেঁথে আছে বঁড়শিতে।