কাব্যানুশীলনে পীযূষ বন্দ্যোপাধ্যায়
by
·
Published
· Updated
ঝিলমিল
পাকা পেঁপের টুকরোর মতো একফালি বসন্তে
বিকেলের কোকিল ডাকছে ১৪ বৈশাখ,
পলাশ পেরিয়ে নিমফুলের গন্ধ, কৃষ্ণচূড়ার পরে খেজুরের
সকলকে ছাপিয়ে মৃত্যুঞ্জয়ী কুহু ডাকে নিশ্চিন্তে চাদর টেনে
আরো গভীর বিসর্জনে তলিয়ে যায় মানুষ
ঘুম থেকে ওঠে না কেউই, ঘুমেরই ভেতর
জেগে ওঠে বস্তুত, নিরাকার নিদ্রার মাঝেই একটি
স্নানের পরব থেকে আরেকটিতে ভিজে যাওয়া
বৈশাখ ও জ্যৈষ্ঠের নামে মিথ্যে শপথ নেওয়া
এমন ফাগুন ও চৈত্র কেউ কোনোদিন আগে দেখেনি,
ভাবেওনি নিমফুল কখনো পলাশের সিঁদুরে এয়োস্ত্রী হবে।
ঘাটের প্রথম সোপানে ভরা গ্রীষ্মেও জল রইল আনন্দময়,
তবু ঘুমেরই ভেতর মুখ ধোয় মানুষ, নাস্তা খায়
ঘুমের বাইরে থাকে বিশুদ্ধ উন্মাদের
ঝিলমিল চোখ