কাব্যানুশীলনে রুমা চ্যাটার্জী
by
·
Published
· Updated
উড়ো ঝড়
অনেক সাধনার বশে কত কষ্ট সয়ে শেষে,
একখানি আম্রপালি এলো ‘অবকাশ’-এ।
একবিদ্যা জমি মাঝে সযতনে উঠিলো হেসে ,
মেলে দিলো আম্র মুকুল ভরে গেলো ফুলে শিষে।
পাশে তার লিচুরানী শোভায় বাড়ায়ে ডালি
উড়ায়ে হঠাত ধুলো ঝড় কালের আঁধারে হল কালি।
উঠিল যে হাহাকার প্রাণে এলো ব্যাথাভার
কোথা যাবো নিরুপায় কালবোশেখির মহাকার।
শূন্য যে দিশাহারা-ছায়ায় শীতল হত যারা
মহাশূন্য মাঝে হল বিলীন, মুক্ত দ্বার বন্ধ চিরদিন।
আমি রয়ে গেলাম একা শূন্য বাতায়ন যে ফাঁকা,
মনে পড়ে কত লেখা তারি – তলে শীতল ছায়ায় মাখা।
রূপে রূপে অপরূপ ,শিহরণ তারই মাঝে
নিত্য অবকাশ আজ তারই বিনা সাজে।