• Uncategorized
  • 0

গদ্যের পোডিয়ামে মালা মিত্র

সভ্যতার নাভিশ্বাস

আজ এ কি দিন দেখছে মানুষ! চারিদিকে মৃত্যু মিছিল,লাসের পুঁতি গন্ধে দম আটকে যায়,নিশ্বাস নেবার অক্সিজেন নেই, ফুসফুস হাঁপর কাটছে একটু বাতাসের জন্য।
এখুনি সব কাজ করে চলা মানুষটা, হটাৎ জ্বর,গা ব্যথা,সর্দি, নিশ্বাসের কষ্ট, হাসপাতাল,আই সি সি ইউ, ভেন্টিলেটর, ব্যস রাম নাম সত্য হয়ে গেল!
লাখে লাখে মানুষ এই আছে, এই নেই হয়ে যাচ্ছে, ধ্বংস রাক্ষস ছোট বড়, ধনী নির্ধন, কাউকে রেয়াত করছে না।
বড় যন্ত্রণা মানুষের, জীবন কে নিয়ে চলছে খেলা, সব খানে নেই নেই, অক্সিজেন সিলিন্ডার নেই, ওষুধ নেই, বেড নেই, এরি মাঝে একদল কালো বাজারী অতিমারীর সময় ও ব্ল্যাক মার্কেটিং করছে,মহামূল্যবান মানুষ জনম খাবি খাচ্ছে আজ জল ছাড়া মাছের মতন।
ট্রিপল মিউটেন্ট ভাইরাসটি গিলে খাচ্ছে মানব সভ্যতাকে। আর কদিন বাদে হয়ত মানুষ পাওয়া যাবে না, পাওয়া যাবে তাদের ফসিল।
অসুস্থ মানুষের আত্মীয় পরিজন দেখতে পাচ্ছে না তার, হাসপাতালে দেওয়া তাদের প্রিয় মানুষটিকে, এমনকি মরে যাবার পর ও মৃত মানুষ কে নিয়ে চলছে বেচা কেনা।
শ্মশানভূমিতে স্তূপাকার লাস, জ্বালাবার কাঠ নেই,কবর দেবার জায়গা নেই,গনচিতায় জ্বালানো হচ্ছে মৃতদেহ, কিছুক্ষণ আগেও যারা বুঝতে পারে নি, কাল রোগ তার জীবন কে খেয়ে ফেলবে।মৃত্যুর সময় পাশে নেই কোনো স্বান্তনার হাত, আত্মীয় পরিজন, যাদের চোখের জলে মৃত মানুষটির স্বর্গের রাস্তা পরিশুদ্ধ হবে।
মানুষের বোধগম্য হচ্ছে না, এই আছে এই নেই হয়ে যাচ্ছে মানুষটি।
সভ্যতার আজ দারুণ দুর্দিন, কোরোনা ভাইরাসটি কেবল তার শক্তি বর্ধন করে যাচ্ছে।দানবের পরাক্রমে।
মানুষের এই দুর্দিনে অনুরোধ রইল যার যেটুকু সামর্থ্য আছে তাই নিয়ে মানুষের পাশে থাকুন!
দুরত্ব বজায় রাখুন,মনে মনে বেঁধে বেঁধে।
মাস্ক,পিপি কিট, শিল্ড ব্যবহার করন!বার বার সাবান দিয়ে হাত ধুয়ে নিন!হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন, ঘর বাড়ি স্যানিটাইজড করুন!
সবাই যদি একসাথে সচেতন ভাবে লড়াই করি, কোরোনা ভাইরাস শেষ হতে বাধ্য।
আসুন বন্ধু স্বজন হারানো পরিজনদের উদ্দেশ্যে বলি, ‘জীবন মরণের সীমানা ছাড়ায়ে, বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়ে’।
দুঃখ শোকের স্বান্তনার খুঁজি তাঁর গানে, ‘আছে দঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে, তবুও শান্তি তবু আনন্দ, তবু অনন্ত জাগে’!
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।