• Uncategorized
  • 0

T3 || অবিস্মরণীয় নজরুল || বিশেষ সংখ্যায় পলাশ দাস

নজরুল

চিরবরণীয় চিরস্মরণীয়
হে বিদ্রোহী কবি
তোমার কবিতা শিরায় উপশিরায় আনে দেশাত্মবোধের জোয়ার …
তোমার কবিতা ও গানের পরশে
হৃদস্পন্দনের গতিতে আনে
প্রানের মাঝে ঝংকার ধ্বনি
গানের সুরে বেঁধেছ ঈশ্বর ও আল্লাহকে
জীর্ন জাতির বুকের মাঝে
জ্বালিয়েছ বিদ্রোহের নেশা
জুগিয়েছ মুখে বিপ্লবের ভাষা
বিভেদের প্রাচীর ভেঙে রোপন করেছ সাম্যের বীজ
মানবতার শৃঙ্খলে হিন্দু- মুসলিম ভ্রাতৃত্বের মেলবন্ধন
তুমি শুধু একটি জাতির নও
তুমি সার্বজনীন…
হে কবি প্রনমি তোমায় ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *