গাছটা নব ফুল পল্লবে সাজিয়েছিল বাগান
ধীরে ধীরে বেড়ে উঠছিলো আশার মুকুল
একটা একটা করে স্বপ্ন আসে আরও বেড়ে ওঠে সহজ সবুজ
একদিন অমাবস্যার কালো ঢোকে দেহজুড়ে মানচিত্র জুড়ে ধর্ষণের ছবি
রাক্ষসী সন্ধ্যায় পাঞ্চালীর বস্ত্রহরণের পালা
একের পর এক কসাই এর কোপ
ছিঁড়ে যায় সময়ের সুতোয় স্বপ্নের মায়া
কাপুরুষরা পুড়িয়ে মারে জ্যান্ত ফুলের জীবন
পুড়ে যায় সহজ সকালে আদরের স্কুলবেলা,পুড়ে যায় ফিনিক্সের ডানা
সে মুক্ত পাখি হতে পারে নি
ও সাগর হতে পারে নি
রাবণ হাত তাকে মরণের দরজা দেখায়