T3 || অবিস্মরণীয় নজরুল || বিশেষ সংখ্যায় বিপ্লব গোস্বামী
by
·
Published
· Updated
বিদ্রোহী নজরুল
বিদ্রোহী নজরুল
সঙ্গীতের বুলবুল
গেয়েছ সদা সাম্যের গান।
চির নির্ভীক
ন্যায় সৈনিক
করেছ সত্যের জয়গান।
কবিতা ছড়া
বিদ্রোহে ভরা
বাজিয়েছ বিষের বাঁশি।
পালটাতে ধারা
কেটেছ কারা
মা মানুষেরে ভালোবাসি।
হে নারীবাদী
হে সাম্যবাদী
গেয়েছ সম্প্রীতির গান।
হে ধুমকেতু
সাম্যের হেতু
প্রণম্য তব অবদান।
চির বিদ্রোহী
তুমি চির বিদ্রোহী,করেছ বিদ্রোহ
আজীবন আপুষ বিহীন ,হে বীর
লড়েছ বলদর্পী স্বেচ্ছাচারী সনে
তবু কভু তুমি হওনি নত শীর।
বিলিয়েছ তুমি বিদ্রোহী বাহী
নিখিল অখিল বিশ্ব ব্যাপিয়া;
তোমারি তো ভয়ে অত্যচারী সবে
সেদিন উঠেছিল ভয়ে কাঁপিয়া।
নির্ভীক তুমি করেছ যে প্রতিবাদ
যেখানে যখনই হেরেছ অন্যায়;
ধরণী তুমি ভাসিয়ে দিয়েছ
তোমার প্রতিবাদের বন্যায়।
রাজদণ্ড ভয়ে যে গান গায় নাই কেহ
চির বিদ্রোহী বীর সে গাই গাইলে তুমি ;
গেয়েছিলে গান নির্ভীক তুমি, বিদ্রোহী বীরেদের জন্মভূমি।
অত্যচারী শাসক দিয়েছে কারাবাস
তবুও তো তুমি হওনি যে নত শীর ;
করেগেছ রণ কলম সৈনিক
চীর বিদ্রোহী উন্নত তব শীর।
দুখু মিয়া তোমার দুঃখ বিনা
সুখ হলো না তোমার জীবনে ;
শেষ বেলা ধরলে মৌন ব্রত
হে বিদ্রোহী কোন যে অভিমানে।