রান্নাবাটী তে নন্দিনী

চিকেন পাস্তা
দু কাপ পাস্তা ভালো করে সেদ্ধ করে নিতে হবে.. একটা করাই এ সাদা তেল দিয়ে তাতে পিঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে ভালো করে কোষতে হবে তারপর তাতে চিকেন কিমা দিয়ে ভালো করে ভাজা ভাজা করতে হবে তারপর সেদ্ধ পাস্তা দিয়ে টমেটো সস দিয়ে রান্না করতে হবে…নাবানোর আগে গোল মরিচ গুঁড়ো দিয়ে নাবিয়ে গরম গরম পরিবেশন করতে হবে।