কবিতায় সর্বজিৎ মুখোপাধ্যায়
by
·
Published
· Updated
মিলেনিয়াল লিমেরিক
বলবে ত বলবে কাকা
সময় দিয়েছ ফাঁকা
ভদ্র অভদ্র ” ইক ওয়াল ”
এ কবিতা তারই সাজ,
সত্যি কথা বলব না আজ,
ঢপের চপেই করব বাওয়াল।
গাঁড় মারাক সবাই “দেন “?
তা হবে না, ” চিল, মাই ম্যান ”
আজকে, সব দুখি ভাবছ ?
ধুর বাল।
এদের ত যায় আসে না। মরো বাঁচো,
ভাল্লাগে না,
জীবনটা ধোঁয়ার ফাঁকি জাল।
কারো কিছু কি যায় আসে ?
যার নেই সেই ত ফাঁসে
কারোই ভাবার নেই বাঁচি কিংবা মরি
ওয়াই ফাই থাকলেই হল,
বছরটা তাও ” সোলো ”
যাহা ছিলো, নিয়েই যাবে সোনার তরী।