ভোরের ক্লিভেজ থেকে উড়ে যাওয়া কোন পাখির নাম তোমার ক্যারাভানের দিকনির্দেশ হতে পারে।
উৎকন্ঠা সাজিয়ে রাখা ফোল্ডার ব্যাকপ্যাকে উঁকি মারলেও নির্ভেজাল ধোঁয়া ওঠা চায়ের সকাল আমাদের অবিশ্বাসের জ্যাকেট খুলে দেয়। জীবন থেকে সরিয়ে নেওয়া চোখ অকারণ আন্তরিক হলে আমাদের মন সন্দেহের কাঠগড়ায় ঘোরাফেরা করে।
একটি নির্মল বিনিময় অধিকারবহির্ভূত হলে আমরা তাকে ছিঁড়ে ফেলি অদৃশ্য ব্যবচ্ছেদের টেবিলে।
অথচ তারও বুকের নীচে ছলছল নদী, পাখিডাকের আকাশে ঝিলমিল তারারা গান গায়।তারও ইচ্ছের বিকেল অস্তরাগের কমলা আলোয় ডুবে যেতে চায়!একটা বিশ্বাসী সকাল আমাদের সন্দেহের মোড়ক খুলে দিলে আমরাও আন্তরিক রেখা টানতে সব প্রশ্ন মুছে দিতে পারি!পারি না কি!
কে এনে দেবে এমন নীল আলোর ভোর,এমন নিভাঁজ আকাশ যেখানে কোন প্রশ্নচিহ্ন আঁকা নেই!