• Uncategorized
  • 0

কবিতায় বলরুমে পার্থ সারথি চক্রবর্তী

মৃত্যু তোমায় বলছি

এক এক করে কেড়ে নিয়েছ আমার পাঁজর, কলজে
আরো, আরো নিতে চাইছো
তোমার দু’হাত ভরে-
কিছুতেই মিটছে না অনন্ত ক্ষুধা
বুভুক্ষুর মতো গিলছ সব,সবকিছু
তোমার দিগন্তবিস্তৃত হা বন্ধ হচ্ছে না কিছুতেই।
কিন্তু পারোনি সূর্য ওঠা আটকাতে,
ফুল ফোটা আটকাতে
মৃতের সারির মতো আমরা ফোটাই ফুল-
জীবন, অনাদি জীবনের,
যা আঁকা যায় না কেবল জন্ম-মৃত্যু দিয়ে,
কিংবা কিছু সময় বা কিছু বছর দিয়ে
এ এক মহাজীবনের কাহিনী, দধিচির হাড়ে তৈরি-
পারবে না কেড়ে নিতে ইস্পাতকঠিন মন,
আনবেই ছিনিয়ে জয়।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।