T3 || অবিস্মরণীয় নজরুল || বিশেষ সংখ্যায় অমল কুমার ব্যানার্জী
by
·
Published
· Updated
হে বিদ্রোহী বীর
চুরুলিয়া গ্রাম, আমাদের গ্রাম থেকে তিন মাইল,
পিসিমার বাড়ি, ছোট থেকে যাওয়া আসা।
তখন নজরুল মেলা ছিল না, নজরুল জয়ন্তী হত
ধুমধাম করে।
আমরাও তখন ছোট, কিছু বুঝতাম কিছু বুঝতাম না।
সবাই বলতো চোখ দুটো দেখ, খুঁজে পাবি কবিকে।
আজ বুঝতে পারি, প্রতি বছর মে মাসে বাড়ি যায়,
এ বছর হোল না যাওয়া।
স্মৃতির পাতায় আজও সেই বিদ্রোহ রূপ,
হে যুগাবতার আমি গর্বিত যে তোমাকে স্বচক্ষে দেখার সুযোগ পেয়েছিলাম ।
আজও বার বার সেই কবিতীর্থ চুরুলিয় ঠিকানা আমার।
হে মহামানব তোমার জন্মদিনে তোমাকে শত সহস্র কোটি প্রণাম।
আজও প্রশ্ন জাগে, জীবনের শেষ সাতাস বছর যদি তোমার সৃষ্টির সাথে জুড়ে থাকত-
আমরা আরও আরও কতো কি পেতাম তোমার কাছে হে রত্নাকর।
মন্থন না করে যে রত্ন দিয়েছ আমাদের, হে বিদ্রোহী বীর, জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে পারি যেন তার মান রাখতে।
তোমরা প্রেরণা যুগ যুগ ধরে বিপ্লব জন্ম দেয়- অন্যায় প্রতিবাদে বিশ্বের প্রতি কোনে কোনে,
তোমরা উন্নত শির চির উন্নত রবে বিদ্রোহ গানে।
তুমি আজও আমাদের মাঝে,
বীর শ্রেষ্ঠ হে বিদ্রোহী তুমি, করজোড়ে তব পদ চুমি।