এই নাও, খুলে ফেললাম কাপড়
অনাবৃত বক্ষপট জুড়ে কাঁটাতার বিছানো নেই কোন
উদ্বেল উরু জুড়ে শুধু আলো আর আলো
নাভির নীচে জন্ম নিচ্ছে আদিম অরণ্যরা
আর কোন কোন অংশে কে কে উঠবে ফুটে
কে বা শুধু ঝরে যাবে, এসো আবিষ্কার কর…
তুমি পূজারীর মত হাত জোড় করে এসো না হে
আমার মন্দির বড় অশুচি হয়ে উঠবে তাহলে।
ধর্মের দালাল নয়
তুমি এসো স্বয়ং ধর্ম হয়ে …. যে ধর্ম অকপটে
ধরে রাখে আমার এই মন ।