সূর্য অস্তাচলে যাওয়ার আগে
তুমি চিবুকস্পর্শ করলে আমার
গতজন্মে আমরা একসাথে মৃত্যু ছুঁয়েছি
সমস্ত নৈশভ্রমণের পর দেখি,
কুহকিনী জ্যোৎস্নায় ভরে গেছে প্রান্তর
জঙ্গলের ভিতর এক বিবর্ণ ডাকঘর
চিঠিশূন্য দাঁড়িয়ে আছে তরুছায়াময়
আমরা দু’জন চলে গেছি ভিন্ন মোহনায়
আগামীজন্ম অপেক্ষা করছে আবার
আমাদের নতুন পরিচয়ে, নতুন ঠিকানার।