T3 || ঈদ স্পেশালে || লিখেছেন মোহাম্মদ শামীম মিয়া by · Published May 14, 2021 · Updated May 14, 2021 করোনা বন্ধি ঈদ ঈদটা এবার মলিন বরণ সাদামাটা ও ভিন্ন, হেথা সেথা করোনা ঝড় আনন্দের নেই চিহ্ন। গরীব-দুখী নয়কো সুখী পথের টোকাই- ছিন্নমূল, সাগর সমান কষ্ট বুকে চোখের জলে হারায় কূল। শোকের ছায়া স্বজন হারায় নেই কোলাহল- শব্দ, ঈদের খুশি শিকল বাঁধা খাঁচার ভেতর জব্দ। তবুও আবার ঈদটা এলো একটি বছর পরে, সাধ্যমতো হাতটি বাড়াই অসহায়ের তরে। ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুনSpread the love
0 মেহেফিল -এ- কিসসা দিলীপকুমার মিস্ত্রী March 13, 2020 by TechTouchTalk Admin · Published March 13, 2020