T3 || ঈদ স্পেশালে || লিখেছেন মাহমুদ নোমান

মিসেস

জ্বরে ফোটেছে সোনালতা
নাকের আশপাশে গায়েবি ক্ষতে
সাদা ঢেউয়ে উথলে মিসেস-
চোখে জলভরা ধানের জমিন,
ইস্কুমের জলে ফুড়ুৎ করে
শঙ্খসুরে শোলমাছের মজজুবি
জ্বরে ভেসে আসছে ফুল
নানান দেশের অচেনা হয়তঁর,
জ্বরে কালশিটে আলোর বেড়ি
জ্বরে দেখেছি শুধু মিসেস –
সেবিকা,বুকে গুঁজে রাখে
না পড়া, শত – সহস্র অক্ষর ;
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।