দাউ দাউ করে আগুন জ্বলছে
সূর্যের থেকে সূর্যের ভেতরে
ধ্বনি উঠছে মেঘমালা ছুঁয়ে
নক্ষত্রের থেকে আরও নক্ষত্রের রাতে
আজকের পৃথিবী আলোড়ন তোলে হৃদয়ে
তারই কথা ভাসে ভাটিয়ালি সুরে
সে সময়কে মুছে ফেলে দিয়েছে বিষয়ের
হাত থেকে, তবু তারই আনন্দধ্বনি করে
এও এক গভীর সুসময়।
লুপ্ত উর্ণাজাল আর ধোঁয়াশার
অন্তহীন রাত থেকে,
মাটির তলায় চাপা বিস্মৃতির
জন্মান্ধ পাতাল থেকে তাকে
সগৌরবে খুঁড়ে খুঁড়ে বার করছি,
হে কালপুরুষ তুমি এ পৃথিবীর হও।
হে কালপুরুষ তুমি এ শতাব্দীর হও।।