• Uncategorized
  • 0

গল্পবাজে মেঘমালা

শুভ দৃষ্টি

সময়টা ছিল বসন্তকাল । বিকাল গড়িয়ে তখন সন্ধ্যা ৬ টা , বাইরে হাওয়া বইছে । সাইকেল নিয়ে একেবারে রূদ্ধশ্বাসে এসে দাঁড়ালাম , থিয়েটারের রিহার্সাল রুমে। কোনোমতে সিঁড়ি দিয়ে দৌড়ে উঠে আসতেই , দেখি প্রায় সবাই এসে গেছে। থিয়েটারের সখ আমার ছোট্ট থেকেই , পড়াশোনার চাপের জন্য তখন আর করা হয়ে ওঠেনি । অবশেষে নিজের মনের ইচ্ছা পূরণ হবে , এটা ভেবেই নিজের মনটা খুশিতে ভরে উঠল। ক্লাসে ঢুকতেই চোখ পড়লো , এক অচেনা মুখের দিকে , যেনো আমাকেই দেখছে এক দৃষ্টিতে । সেই সব নিয়ে বেশি কিছু না ভেবেই ক্লাস করতে শুরু করলাম। কিন্তু বারংবার আমি না চাওয়া সত্বেও সেই চোখে চোখ পড়ছিল। প্রথম বেশ কয়েকদিন এইভাবেই চলতে থাকে । দুজনেই দুজনকে দেখতাম , মনে হতো হয়তো ছেলেটি আমাকে কিছু বলতে চায়। সদ্য ভাঙাচোরা হৃদয় নিয়ে ,এই থিয়েটারের নেশাটা আমাকে একেবারে জড়িয়ে জাপটে ধরেছিল। তবে আমাদের মধ্যে শুধু দেখাদেখি ব্যাপারটাই চলছিল , আর তার সাথে এই মুচকি হাসি।
ক্লাসের ছুটির পর , সবাই যখন বাড়ির পথে এগিয়ে যাচ্ছি , কেউ একজন ডেকে উঠলো ” এই ঋক , দাঁড়া , ” নামটা শুনতেই আমি কৌতুহল বশত পেছন ফিরে দেখলাম , ছেলেটি দাড়িয়ে গেলো। আমি পেছন ফিরে তাকাতেই ছেলেটার সাথে আবারও চোখাচুখি , আর মুচকি হাসি। সেদিনের মত বাড়ি চলে আসলাম , আর বাড়ি ফিরে ব্যাপারটা নিয়ে তখনও অব্দি ভাবতে থাকলাম — আমি যদি অপেক্ষা করতাম , তাহলে কি ছেলেটা কিছু বলত ????!!!!??
সেদিনের পর থেকে আস্তে আস্তে , কথা বলা ও শুরু হয় আমাদের মধ্যে , মেসেজে কথা হতে হতে নিজেদের অনেক কথাই বলা হয়ে যায় , আমি জানতে পারলাম ঋক তার প্রেমিকাকে খুবই ভালোবাসে , কথাটা শুনে আমি বেশ খুশি হলাম , মনে মনে ভাবলাম যাক এই ভাবেই ওদের প্রেম – ভালোবাসা – অভিমান সব বেচেঁ থাকুক। হটাৎ বিকেলে ফোন এলো – ” আমি ঋক , আজ ক্লাসে আসছো তো?” , আমি হ্যাঁ বলেই ফোনটা কেটে দিলাম । বিকেলে ক্লাসে আসার পর দেখলাম ঋক আমার আগেই চলে এসেছে , আমার দিকে তাকিয়ে হাসলো । দেখে মনে হল যেন আমার অপেক্ষায় ছিল , আর সেই অপেক্ষার প্রহর শেষ হলো আমি আসতেই । পরক্ষনেই মনে হলো ঋক তো একজনের প্রেমিক , তবে আমার জন্য……..???? । এইসব ভাবতে ভাবতেই ক্লাস করতে থাকলাম , আর একে অপরের দিকে তাকিয়ে চোখের ভাষা পড়ার চেষ্টা করছিলাম।
ক্লাস শেষ হতেই , ঋক বাইরে বেরিয়ে আমার জন্য অপেক্ষা করছিল । আমি বেরিয়ে আসতেই সে আমার হাত ধরে একছুট দিলো তারপর কিছুদূর গিয়ে দাঁড়িয়ে বললো , আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই – ” আমরা কি শুধু এই শুভদৃষ্টি তেই আটকে থাকবো ? আমাদের গল্পের কি কোনো নাম হবে না? , প্রত্যুত্তরে আমি বলেছিলাম – ” কিছু গল্পের নাম হয় না , আমাদের গল্পকথা ও থিয়েটারের দৃশ্যের মত ক্ষনিকের , আর তুমি তো অন্য কারোর। কথাটা বলেই আমি মুচকি হাসলাম কিন্তু মনের মধ্যে চলছিল এক অজানা ঝড় । আসলে নিজেদের অজান্তেই আমরা দুজন দুজনকে ভালোবেসে ফেলেছিলাম , জানি না সেটা ক্ষণিকের মায়া নাকি বৈধ টান নাকি অবৈধ প্রেম …………
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *