T3 || আমি ও রবীন্দ্রনাথ || বিশেষ সংখ্যায় পম্পা দেব
by
·
Published
· Updated
রবীন্দ্রনাথ
রবীন্দ্রনাথ বোঝাবে বলে ,
একে একে জড়ো করেছ –
উচ্চারিত কড়ি ও কোমল ।
রক্তকরবীর দশ কদম কালি ও কলম ।
পূরবীর যে রাস্তা চিত্রায় চলে গেছে ,
সেই পথে শুনিয়েছ বন্দিশ আর খাম্বাজ –
সমুদ্র সৈকত থেকে প্রবল সঙ্গীত আর
কান্ঞ্চনজঙ্ঘার অনুধ্যান চেনাতে চেয়ে ,
গীতবিতান আনিয়েছ আকাশ থেকে পেড়ে।
আমি খাতা খুলে গান গাইবনা বলে
ছাতিম বিকেলে মুগ্ধ হয়েছি যারপরনাই
‘চির সখা ছেড়না মোরে..’ ঘোর লাগা হৃদয়বীণায়।
চক্ষু মুদ্রায় ধরা দিয়েছে প্রাণনাথ চরণযুগল।
স্বরলিপি, রচনাবলীর বন্ধ পাতায় ,
কীটের শরীর রেখে যাই।