• Uncategorized
  • 0

T3 || আমি ও রবীন্দ্রনাথ || বিশেষ সংখ্যায় অনিক ইসলাম

বাঙালির প্রিয় কবিগুরুর জীবন ও রচনা

বাংলা ভাষায় যে মাধুর্য আছে তার প্রায় সবটুকু জুড়ে আছেন আমাদের প্রিয় কবিগুরু রবীনাদ্র নাথ ঠাকুর। জন্ম ২৫ বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দ (৭মে ১৮৬১ খৃস্টাব্দ) এবং মৃত্যুকাল ২২ শ্রাবন ১৩৪৮ (৭ আগস্ট ১৯৪১)। তিনি শুধু কবিই ছিলেন না ঔপন্যাসিক, সংগীত স্রষ্টা, নাট্যকার, চিত্রকর, অভিনেতা, প্রাবন্ধিক, কণ্ঠশিল্পী, প্রাবন্ধিক ও দার্শনিক।
ক্লাশিক্যাল এই কবি তাঁর জীবনদশায় ৫২টি কাব্যগ্রন্থ, ১৯১৫টি গান, ৯৫টি , ৩৮টি নাটক, ১৩টি উপন্যাস ও ৩৬টি প্রবন্ধ রচনারকরে গেছেন। এই সকল বিষয়গুলি ৩২টি খণ্ডে রবীন্দ্র রচনাবলীরনামে প্রকাশিত হয়। ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থ ইংরেজিতে অনুবাদের জন্য তিনি সাহিত্যে সাহিত্যে নোভেল পুরস্কার লাভ করেন। এছাড়া বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার জাতীয় সংগীতের রচয়িতাও রবীন্দ্র নাথ ঠাকুর।
তাঁর রচনা যেমন বাঙালির গেছে তেমনি তিনি যুগযুগ ধরে মানুষের মননে চিন্তা চেতনাযরঅমর হয়ে রিবেন চিরদিন। তাঁর ১৬০ তম জন্মদিনে জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।