• Uncategorized
  • 0

T3 || আমি ও রবীন্দ্রনাথ || বিশেষ সংখ্যায় মিনু চক্রবর্তী

হে রবি ঠাকুর,
আজ তুয়ার জনমদিন।
ইস্কুল মাঠে বাবুগুলান কইরবেক তুয়ার জয়ন্তী।
যখন ছুটো ছিলম ভাবতম জয়ন্তী তুয়ার বহু বটে।
একসাথ তুয়াদের জনমদিন হয় রবীন্দর জয়ন্তী।
এখন ডাগর হঁইছি।সবটো বুঝি।
পর্ তি বছর যে তুয়ার জনমদিনটো হয় উয়াকেই বলে জয়ন্তী।
আজ সকাল থ্যাইকে মাইক ফুঁকাই ইসকুলের মাঠটোতে তুয়ার জনমদিনের কথা বইলছে।
ইবার লাকি একটুকুন বড় কইরেই পালন হবেক।
কোইলকাতা থ্যাইক্যে গানের শিল্পীটো আইসবে কবিতার শিল্পীও আইসবেক শুনলম।
উয়াদের আবার কি যেন নাম বইল্যে ডাকে।
দাঁড়া টুকুন মইনে করছি…
কি যেন…
কি যেন…
ও হো, মইনে পইরেছে…
বাচিক শিল্পী।
তা উয়ারা এ্যইসে
তুয়ার লিখা পইদ্য বইলবেক, গান কইরবেক।
জুঁই ফুলের মালা দিবেক তুয়ার ফোটোতে।
আজ ইস্কুল ছুটি দিছে তার লইগ্যে।
তুয়ার গান শুনে, পইদ্য শুনে পেটটোতো ভইরবে না রে।
জুঁই ফুলগুলান থেইক্যে ফুলের লয়, ভাতের সুবাস আইসছে।
একথালা গরম গরম মিড ডে মিলের ভাত।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *