T3 || আমি ও রবীন্দ্রনাথ || বিশেষ সংখ্যায় স্বপ্ননীল রুদ্র
by
·
Published
· Updated
গীতবিতানের জল
(‘মায়ালোক হতে ছায়াতরণী ভাসায় স্বপ্নপারাবারে…)
গীতবিতানের পাতা খুলি ঘন আঁধার সন্ধ্যায়
প্রকৃতি পর্যায় ইশারায়, বরষার হাওয়া ওঠে
‘এসো শ্যামল সুন্দর—’, গগনাঙ্গুল মেঘ বীণায়
ছড় টানে আর মন্দ্রনাদ গৃহ অভিমুখে ছোটে
আষাঢ়-জাতক আমি, বৃষ্টি-পড়া খোলা নদী পাশে
সজল পারে গজিয়ে ওঠা কচি কচি কাশ চারা,
গীতবিতানে ঘুরেফিরেই নিঃসঙ্গ শ্রাবণ; ঝরে, ভাসে—
মাস-বিলম্বিত জন্ম হলে ভাসতাম আত্মহারা?
ঝিল্লি ডাকা নিশাবন, বৃষ্টি-মুখর শ্রাবণ রাতি
গীতবিতানের পাতা থেকে উঠে এসেছে শহরে,
সাদা ছাট, উড়ন্ত জলকণা, জানালায় পথবাতি
ঘোলা, অধোবদনে দাঁড়ানো তুমুল জলপ্রহরে
আকাশে আঁচড় কাটে বিদ্যুতের নখ জোরে জোরে
ভেতরে কদম ঝরে, তুমি কুড়োতে আসবে ভোরে