• Uncategorized
  • 0

T3 || আমি ও রবীন্দ্রনাথ || বিশেষ সংখ্যায় সুকান্ত ঘোষাল

প্রিসাইডিং অফিসার ও ‘রবীন্দ্রনাথ’

(ব্যালট ইউনিট)
সারাদিন টেবিলের কাছে বসে থাকি
আমি ওদের ভোট দিতে শেখাই
প্রথম পোলিংসাহেব জোরে নাম ডাকেন
‘রবীন্দ্রনাথ জানা’ ।
কোথায় বোতাম, কোথায় আলো,
নকল ভোটযন্ত্র দেখিয়ে বলে দিই ।
‘রবীন্দ্রনাথ’ ভোটকক্ষে গিয়ে ,
দীর্ঘ এক শব্দের ভেতরে আপাদমস্তক ঢুকে যান ।
(কন্ট্রোল ইউনিট)
দ্বিতীয় পোলিংবাবু নম্বর লেখেন
কালিতে ডুবিয়ে আঙুলের ছাপ
খাতাবন্দি হয় ।
‘রবীন্দ্রনাথ’ ভোট দিয়ে চলে যেতেই
মনে পড়ে
দুনিয়ার টিপসই-এর প্রমোদকাননে
তাঁর বাড়ির নাম ‘সোনার তরী’ ।
(ভিভিপ্যাট)
‘গীতাঞ্জলি’ গ্রুপের ছেলেগুলো
মাস্ক আর দস্তানা নিয়ে
ভোটের লাইনে বিলি করে ।
ওদের কাছ থেকে
অতিরিক্ত একটি মাস্ক চেয়ে নেন
‘রবীন্দ্রনাথ’ ।
দু’মাইল হেঁটে , ভোট দিতে এসে
এই তার বিনামূল্যে পাওয়া ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।