• Uncategorized
  • 0

T3 || আমি ও রবীন্দ্রনাথ || বিশেষ সংখ্যায় আঁখি রায়

আশা

বুনেছি মায়াজাল উত্তর থেকে দক্ষিণ ,
সুদূর সীমাহীন ৷
ছুটেছি মরীচিকার মতো পূর্ব-পশ্চিম ,
দিশাহীন ,অন্তহীন ৷
খুঁজেছি বিশ্বস্ত হাত বেলাশেষে ,
বিষের দানা শরীরে পুষে ৷
শুকিয়েছে কত লালারস আর অশ্রুসিক্ত মুখ ,
জানে তপ্ত মরুদ্যানের বুক ৷
মজ্জায় জমা উষ্ণ রক্ত ,
আজও হারানো প্রেমে আসক্ত ৷
সমুদ্রতটে হাতড়ে গেছি চেনা ছায়ার খোঁজে ,
ঝাউ বনের মাঝে ৷
লাল পাঁজরটা আজ পুড়ে হয়েছে আগ্নেয় পাথর ,
তবুও পান করতে চায় সেই স্নেহমাখা আতর ৷
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।