T3 || আমি ও রবীন্দ্রনাথ || বিশেষ সংখ্যায় জয়রাজ পাল
by
·
Published
· Updated
কবি প্রণাম
কাব্য কবিতায় হোক কিংবা সুরের মূর্ছনায় হে কবিগুরু তুমি চিরতরের প্রিয়, বিশ্বমাঝে একতার বাণী প্রচার করতে চিরসখা তুমি আবার জন্ম নিয়ো।অনন্তকাল জুড়ে দিবস-রজনীর মুহুর্ত যাপনে দেখেছি তোমার অবাধ বিচরণ,জীবন-বোধের শব্দচয়নে মোরা তোমাকে খুঁজি তুমি যে আঁধারের অম্লান কিরণ। শৈশব থেকে কৈশোর, যৌবন থেকে বার্ধক্য তোমার কলমেই জাগরিত রয়, বিশ্ববরেণ্য যুগে যুগে তোমার অনন্য সৃষ্টি মুগ্ধ করেছে বিশ্বজনের হৃদয়। অবিনশ্বর মানবরূপে মোরা পেয়েছি তোমায় তোমারই হাতে বোনা মায়াজালে, তোমার স্মৃতিগুলো আজও প্রাণবন্ত রয়েছে আনন্দ -নিকেতনের অন্তঃস্থলে। প্রেম বিরহের নিভৃতচারণে বাজে তোমারই গান তুমি যে চিরন্তনের চির-চেতন, শয়নে স্বপনে মননে জাগরণে থাকবে তুমি সপ্তসুরের প্রেরণা হয়ে আজীবন। মোদের সাহিত্য সংস্কৃতির উজ্জ্বল নক্ষত্র তুমি চিরস্মরণীয় তোমার নাম, বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় কবিসম্রাট তুমি এই পুণ্যদিনে লহ হে প্রণাম।